December 22, 2024, 9:30 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার উথলী সোনালী ব্যাংক শাখায় রবিবার দুপুরে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। তবে, ডাকাতির ঘটনায় জড়িদের এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ।
রবিবার রাতে বাদী হয়ে জীবননগর থানায় অজ্ঞাত তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন ব্যাংকের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার সময় টাকা জমা দিতে যাওয়া ওই ব্যাংকের গ্রাহক এনামুল হক এবং আনিছুর রহমানকে পুলিশ জীবননগর থানায় নিয়ে জিজ্ঞাসা করে তাদেরকে ছেড়ে দিয়েছে পুলিশ।
পুলিশের খুলনা বিভাগের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি ক্রাইম) নাহিদুল ইসলাম যিনি রবিবারেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন একটি ব্যাংক চালানোর জন্য এ ভবনটি মোটেও উপযুক্ত ছিল না। তিনি ব্যাংক কর্তৃপক্ষের চরম গাফিলতি আছে বলে জানান। তিনি উস্মা প্রকাশ কওর বলেন এখানে কোন সিসি ক্যামেরাও ছিল না। এটা চরম দোষণীয়।
সোনালী ব্যাংকের ফরিদপুর জিএম অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) খোকন চন্দ্র বিশ্বাস জানান সিসি ক্যামেরা কেন এখনও লাগানো হয়নি সেটা খতিয়ে দেখা হচ্ছে।
ব্যাংকের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক বলেন তিনি এই শাখাতে নুতন এসেছেন। সিসি ক্যামেরার জন্য কোন উদ্যোগ নেয়া হয়নি। তিনি জানান ব্যাংকের ভল্টে কোন টাকা ছিল না। তিনি জানান এ ধরনের শাখাতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত রাখার পারমিশন আছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান পুলিশ ইতোমধ্যে আসামিদের ধরতে জোর তৎপরতা চালাচ্ছে। আমরা আশাবাদী দ্রুতই টাকা উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করতে সক্ষম হবো।
পুলিশ সুপার জানান ব্যাংকটি ছিল অনেকটা নির্জন এলাকাতে একটি দোতলা বাসার নিচ তলায়। সেখানে যেতে ছোট গলি পেরোতে হয়। এসব তাদের জন্য সমস্যা সৃষ্টি করছে।
উল্লেখ্য রোববার দুপুর ১টার দিকে জীবননগরে উথলী সোনালী ব্যাংক শাখায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটে। এসময় হেলমেট ও পিপিই পরিহিত তিন অস্ত্রধারী ব্যাংক কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৮ লাখ ৮২ হাজার ৯০০ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা।
Leave a Reply