প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২০, ৫:৪৯ পি.এম
খোকসা পৌর বাজারে সিসি ক্যামেরা উদ্বোধন
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
কুষ্টিয়ার খোকসা পৌরবাজার বাসির প্রকল্পে পৌরসভার অর্থায়নে নির্মিত সিসি ক্যামেরার উদ্বোধন করলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
সোমবার (১৬ মভেম্বর) বেলা দেড়টার সময় পৌর মেয়র কার্যালয়ে পৌরসভার নিজস্ব অর্থায়নে প্রায় দেড় লক্ষ টাকা ব্যয়ে ১৬ টি সি সি ক্যামেরা সমন্বয়ে বাজার এর সকল ব্যাবসায়ীক নিরাপত্তা কল্পে সিসি ক্যামেরা স্থাপন করা হলো।
এসময় পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, পৌর বাজার ব্যবসায়ীদের বিশিষ্টজনেরা, স্থানীয় শিক্ষা অনুরাগী, সুশীল সমাজ ও খোকসা পৌরসভা সকল ওয়ার্ডের কাউন্সিলর গণ ও পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা রক্ষার্থে পৌর মেয়র এর উদ্যোগে একটি যুগান্তকারী পদক্ষেপ। এ পথে যাতায়াতকারী সকলেরই একটি ডকুমেন্টারি তৈরি হবে। পৌরসভার ইঞ্জিনিয়ারিং সেকশনের সার্বিক তত্ত্বাবধানে এ প্রকল্পের কাজ সম্পন্ন হচ্ছ।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি