December 21, 2024, 10:40 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
রেলওয়ের পাক্শী বিভাগের উদ্যোগে এ দিনে এবারই প্রথম সরকার ঘোষিত প্রথম রেল দিবস উদযাপিত হয়েছে প্রথম রেল স্টেশন কুষ্টিয়ার জগতিতে। এ উপলক্ষে জরাজীর্ণ এ রেল স্টেশন প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন রেলের পাকশী বিভাগের রিজিওনাল ম্যানেজার সাইদুল ইসলাম ও বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডল। আলোচকরা আদল ঠিক রেখে প্রথম এ রেল স্টেশনটি নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে পর্যটক আকর্ষণ করতে এখানে প্রথম রেলের সৃ¥তি সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে- এমন ঘোষণাও আসে।
আলোচনায় উঠে আসে- ১৮৬২ সালের ১৫ নভেম্বর প্রথম রেলগাড়ি আসে এই বঙ্গে। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানির তৈরি সেই সময়ে ব্রডগেজ রেলপথ ধরে রানাঘাট থেকে দর্শনা হয়ে একটি ট্রেন এসে থেমেছিল কুষ্টিয়ার জগতি রেলস্টেশনে। ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতবর্ষে শুধুমাত্র অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করে। ব্যবসা-বাণিজ্যের জন্য এ অঞ্চল বেশ গুরুত্বপূর্ণ হওয়ায় বর্তমান কুষ্টিয়া জেলা শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই জগতিতে রেলপথ ও স্টেশন নির্মিত হয়। এই রেলস্টেশনকে কেন্দ্র করেই পরবর্তীতে এখানে গড়ে ওঠে কুষ্টিয়া চিনিকল। পরবর্তীতে আখ সরবরাহ ও অর্থনৈতিক কাজের কারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে স্টেশনটি।
Leave a Reply