প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২০, ৭:৩৪ পি.এম
খোকসা পৌরসভার অর্থায়নে বাজারে সিসি ক্যামেরা স্থাপন
হুমায়ুন কবীর, খোকসা/
কুষ্টিয়া খোকসা পৌরসভা নিজস্ব অর্থায়নে লবণ ও বাজারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ২০২০ -২০২১ প্রায় দেড় লক্ষ টাকা ব্যয়ে প্রাথমিকে ১১ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
পৌরবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলনে নতুন ভবনে আসার প্রায় দেড় মাসের মাথায় প্রভাষক তারিকুল ইসলাম এর নির্দেশে পৌরবাসীর এবং বাজারের ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা রক্ষার্থে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
পৌরসভার ইঞ্জিনিয়ারিং শাখা থেকে পাওয়া তথ্য মোতাবেক প্রাথমিক অবস্থায় ১১ টি সিসি ক্যামেরা স্থাপন করলেও পর্যাক্রমে সম্পূর্ণ পৌর বাজার সিসি ক্যামেরা আওতাভুক্ত আসবে।
শনিবার সকালে পৌরসভার প্রধান সড়ক স্বর্ণ পট্টি বাজার এবং স্থানীয় কালিবাড়ি বাজার সিসি ক্যামেরা লাগানো দেখা গেছে।
বিষয় সম্পত্তির একাধিক দোকানদার ব্যবসায়িক লেনদেন ও আমাদের জানমালের নিরাপত্তা কল্পে এ সিসিক্যামেরা অনেক বড় ভূমিকা রাখবে। তিনারা বলেন, আমাদের এই মার্কেটে চুরি হতো এখন সার্বক্ষণিক নিরাপত্তা কল্পে সিসি ক্যামেরা অনেক বড় সহায়ক হবে।
এ বিষয়ে খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক বলেন, ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা রক্ষা ও পৌরসভার সকল স্থাপনা রক্ষণাবেক্ষণ কল্পে পৌরসভার কমিক অবস্থায় সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সাপেক্ষে পর্যাক্রমে পুরা বাজার সিসি ক্যামেরায় আওতায় আনা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কন্ট্রোলিং পাওয়ার হিসাব থাকবে পৌরসভার নিজস্ব পক্ষে।
এদিকে খোকসা থানার ওসি কামরুজ্জামান তালুকদার পৌর বাজারে সিসি ক্যামেরা স্থাপন কে সাধুবাদ জানান।তিনি বলেন বর্তমান সরকারের ডিজিটাল করনের আওতায় খোকসা পৌরসভা বাজারকে সিসি ক্যামেরা এর আওতাভুক্ত আনাই আনন্দিত। এতে খুব দ্রুতই অপরাধীদের সনাক্ত করা সম্ভব হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি