December 22, 2024, 3:08 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি মুজিবর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপিটালের আয়োজনে র্যালী বের করা হয়। র্যালীটি শহরের সড়ক প্রদক্ষিণ শেষে হাসপিটাল চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি মুজিবর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপিটালের সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এস এম মুসতানজিদ, বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ষাধারন সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন ও ডাক্তার মুসা কবির।
Leave a Reply