December 23, 2024, 2:09 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশনের অফিস সহকারী কাম টাইপিস্ট ও অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিলো ১৩ নভেম্বর শুক্রবার ৩টায়। কিন্তু হঠাৎ করে আগের দিন মোবাইল ফোনে মেসেজ দিয়ে এটি স্থগিত করে দেয়া হয়েছে। কিন্তু ঠিক আগের দিন পরীক্ষা স্থগিতের মেসেজ পাওয়ায় হয়রান হয়েছে আবেদনকারীরা। ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষায় অংশ নিতে সারাদেশ থেকে আবেদনকারীরা কেউ ঢাকায় পৌঁছে যান কেউ আবার বাস ট্রেনের টিকি করে ফেলেছিলেন। এতে আর্থিক ক্ষতির মুখেও পড়েন বলে জানান কয়েকজন আবেদনকারী।
এই নিয়োগ পরীক্ষার জন্য এ বছরের শুরুর দিকে সার্কুলার দেয়া হয়। তবে পরীক্ষার্থীদের এডমিট কার্ড আসে এ মাসের ৬ তারিখে। ৫০০ টাকা ফিসহ আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে ৭০০ টাকা করে খরচ হয়।
Leave a Reply