December 22, 2024, 1:47 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ভেড়ামারা/
কুষ্টিয়ায় রাতের অন্ধকারে দরিদ্র পাল সম্প্রদায়ের কয়েকটি পরিবারের মাটির তৈরী রিং সন্লাব ভেঙ্গে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে মৌসুমের শুর“তে উপার্জনের অবলম্বন হারিয়ে চরম বিপাকে পড়েছে কয়েকটি পরিবার। ঘটনা ঘটেছে জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়িপাড়ায়।
সন্তোষ কুমার পাল, সঞ্জিত কুমার পাল, প্রসন্ন কুমার পাল ও বাবু লাল কুমার পাল । গ্রামে জীবিকা হিসেবে মাটির বিভিন্ন জিনিসপত্র ও মাটির রিং ¯øাব তৈরি করে আসছেন পারিবারিক সুত্র ধরে।
ভেড়ামারা থানায় দেরিতে করা একটি অভিযোগ থেকে জানা যায় বুধবার গভীর রাতে কে বা কারা মাটির তৈরি এসব রিং গুলো ভেঙে দেয়।
অভিযোগকারী সঞ্জিত কুমার পাল জানান বুধবার রাত প্রায় ৮টা পর্যন্ত তারা কাজ করেছিলেন। সকালে উঠে দেখতে পান এগুলো ভাঙা। তিনি জানান এগুলো তারা শুকাতে দিয়েছিলেন। কয়েকদিনের মধ্যেই ভাটা করে তা পোড়ানোর প্রস্তুতি নি”িছলেন। ওখানে প্রায় ৫০০ রিং ¯øাব ছিল।
এ বিষয়ে ভেড়ামারা থানায় ক্ষতিগ্র¯’রা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এতে ক্ষতির পরিমান প্রায় লক্ষাধিক টাকা বলে দাবী করেন ক্ষতিগ্রস্তরা।
এই ৪টি পরিবারের আয়ের উৎস মাটির জিনিসপত্র তৈরী করা ও বিক্রয় করা। ৫০০টি মাটির রিং স্লাব ভেঙ্গে ফেলায় এই ৪টি পরিবার ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছে এবং এই ক্ষতি সাধনে ভবিষ্যৎ জীবন ধারনে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে এই ৪টি পাল পরিবার।
দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবী জানিয়েছে স্থানীয়রা।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামাল জানান, অভিযোগ পেয়েছেন। দোষী ব্যক্তিদের দ্র“ত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
Leave a Reply