সংবাদ বিজ্ঞপ্তি/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসক, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল-এর মা বীর মুক্তিযোদ্ধা ডাঃ সেলিমা বেগম-এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
অপর এক শোক-বার্তায় বীর মুক্তিযোদ্ধা ডাঃ সেলিমা বেগম-এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান শোক জানিয়েছেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
বীর মুক্তিযোদ্ধা ডাঃ সেলিমা বেগম (৭০) হৃদরোগে আক্রান্ত ছিলেন। তিনি বুধবার রাত ২টায় মারা যান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি