দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যশোরের শার্শায় ১১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপাসহ আলী হোসেন (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে শার্শা উপজেলার বাগআঁচড়া জিবলীতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলী হোসেন সাতক্ষীরার কলারোয়া থানার জাফরপুর তুলশীডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, চোরাই পথে ভারত থেকে পণ্য আনা হয়েছে- এমন খবরে বাগআঁচড়া জিবলীতলা পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় ১১ কেজি ৫০০ গ্রাম রুপাসহ আলী হোসেনকে আটক করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় মামলা করা হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি