December 23, 2024, 5:44 am
দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক/
আগামী ১৩ ও ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও নেপালের মধ্যকার ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দুটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হবে। রোববার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
বর্তমানে দেশে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- মুজিববর্ষ। বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচ দুটি মুজিববর্ষ আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি সিরিজ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহসভাপতি কাজি নাবিল আহমেদ, মহিউদ্দিন আহমেদ মহি, সদস্য মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।
Leave a Reply