দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বিশ^বিদ্যালয়ের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, বিশ^বিদ্যালয়ের সাংবাদিকতা এমনভাবে করতে হবে যেন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হয় । ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২০ নির্বাচন শেষে ফলাফল ঘোষণাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপাচার্য নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি নিজে সাংবাদিকতার ছাত্র এবং সাংবাদিকতা পড়াই। সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আমি আগামী দিনে সংবাদিকদের সঙ্গে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত এবং একাডেমিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে উপাচার্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, ইবিসাস-এর সাবেক সভাপতি সুজা উদ্দিন ফল ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বিশ্ববিদ্যালয় বর্তমানে যে মানে উন্নীত হয়েছে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তা আরও উন্নত হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে হুমায়ুন কবির জীবন (নিউ এজ) এবং সাধারণ সম্পাদক পদে ইরফান মাহমুদ রানা (খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সসদ্যরা হলেন - সহ-সভাপতি পদে হুমায়ুন কবির শুভ (বাংলাদেশ পোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক অনি আতিকুর রহমান (মানবকণ্ঠ), দফতর সম্পাদক শাহাব উদ্দিন ওয়াশিম (যায়যায়দিন), অর্থ সম্পাদক ইমানুল সোহান (দেশ রুপান্তর), প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম (বাসস), দুজন কার্যনির্বাহী সদস্য তাজমুল হক জায়িম (নয়া দিগন্ত) ও বিপ্লব খন্দকার (ইনকিলাব)।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি