প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৮:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২০, ৬:৪৯ পি.এম
অনুর্ধ ১৪ ফুটবলে কুষ্টিয়া অঞ্চলে সাতক্ষীরা চ্যাম্পিয়ান
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের কুষ্টিয়া অঞ্চলের খেলায় চ্যাম্পিয়ান হয়েছেন সাতক্ষীরার মেয়েরা। শুক্রবার বিকেলে কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে তারা কুষ্টিয়ার মেয়েদের ২-১ গোলে হারিয়ে দেন।প্রথমে গোল করে কুষ্টিয়ার মেয়েরা এগিয়ে গেলেও দুর্দান্ত খেলে সাতক্ষীরার মেয়েরা এক গোল পরিশোধ করে আরো এক গোল দিয়ে দেন।
আঞ্চলিক চ্যাম্পিয়ন দল পরবর্তীতে ঢাকায় চূড়ান্ত পর্বে অংশ নেবেন।
সারা বাংলাদেশে ৪৯টি দল অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। খেলা হচ্ছে দেশের ৭টি ভেন্যুতে। এগুলো হচ্ছে দিনাজপুর জেলা স্টেডিয়াম, নওগাঁ জেলা স্টেডিয়াম, লক্ষীপুর জেলা স্টেডিয়াম, মাদারীপুর জেলা স্টেডিয়াম, রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম ময়মনসিংহ, বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম মাগুরা ও কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে পার্টিসিপেশন মানি হিসেবে ২০ হাজার টাকা ও ম্যাচ বল দিয়েছে ফেডারেশন। সাতটি ভেন্যুকে দেওয়া হয়েছে ৩০ হাজার টাকা করে।
কুষ্টিয়া অঞ্চলে মোট ৬টি দল অংশ নিয়েছে। দলগুলো হলো কুষ্টিয়া, সাতক্ষীরা, টাঙ্গাইল, নড়াইল, চুয়াডাঙ্গা এবং টাঙ্গাইল।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি