দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
রাত ১২টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন ছাত্রলীগ নেতা। পথে মুখে মাস্ক পরা কয়েকজন ব্যাক্তি লাঠি দিয়ে পেটাতে থাকে। চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পালিয়ে যায় হামলালাকারীরা। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
৪ নভেম্বর বুধবার রাতে ঘটনাটি ঘটে কুষ্টিয়ার কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান এলাকায়। ঘটনায় মারত্মক আহত শামস সুমন (৩০) কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সর্বশেষ বিলুপ্ত কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক। সুমন মশান বাজার থেকে বাড়ী ফিরছিলেন। স্থানীয় রফিকুল ইসলাম বলেন, করোনার কারণে মাস্ক পরা বাধ্যতামূলক, সেই সুযোগ কাজে লাগিয়েছেন হামলাকারীরা। এ কারণে তাদের চিনতেও পারেনি কেউ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘রাতে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ শামস সুমন ওই এলাকার মৃত শামসুলের ছেলে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি