দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার করাদকান্দি এলাকায় রাজবাড়ী সড়ক ঘেষা একটি খালের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এলাকাবাসীর দেয়া খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, এখন পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় সনাক্ত হয়নি। তার বয়স আনুমানিক ৩৭ বছর। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য এলাকা থেকে হত্যা করে এনে তার লাশ এখানে ফেলে যেতে পারে হত্যাকারীরা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট ও নারীর পরিচয় নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি