December 23, 2024, 5:43 am
দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক/
জাপান ফুটবল অ্যাসোসিয়েশন জেএফএ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের কুষ্টিয়া অঞ্চলের প্রথম দিনের খেলায় নড়াইল ও টাঙ্গাইল জয়লাভ করেছেন। দুপুরে নড়াইলের মেয়রা চুয়াডাঙ্গার মেয়েদের ৭-০ গোলের ব্যবধানে পরাজিত করেন। বিকেলে খেলাটি হয় বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। টাঙ্গাইল ১-0 গোলে ঝিনাইদহকে পরাজিত করেন।
কুষ্টিয়ায় শেখ কামাল স্টেডিয়ামে এ অঞ্চলের প্রতিযোগিতা উদ্বোধন করেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। সংস্থার সাধারন সম্পাদক এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী সহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার নড়াইলের সঙ্গে খেলবে সাতক্ষীরা। আর বিকেলে টাঙ্গাইলের সঙ্গে খেলবে স্বাগতিক কুষ্টিয়া। এদের মধ্যে বিজয়ীরা শুক্রবার বিকেল ৩.১৫টায় আঞ্চলিক ফাইনালে অংশ নিবেন। আঞ্চলিক চ্যাম্পিয়ন দল পরবর্তীতে ঢাকায় চ’ড়ান্ত পর্বে অংশ নেবেন।
সারা বাংলাদেশে ৪৯টি দল অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। খেলা হচ্ছে দেশের ৭টি ভেন্যুতে। এগুলো হচ্ছে দিনাজপুর জেলা স্টেডিয়াম, নওগাঁ জেলা স্টেডিয়াম, লক্ষীপুর জেলা স্টেডিয়াম, মাদারীপুর জেলা স্টেডিয়াম, রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম ময়মনসিংহ, বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম মাগুরা ও কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে পার্টিসিপেশন মানি হিসেবে ২০ হাজার টাকা ও ম্যাচ বল দিয়েছে ফেডারেশন। সাতটি ভেন্যুকে দেওয়া হয়েছে ৩০ হাজার টাকা করে। আঞ্চলিক ভেন্যুর সাতটি চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হবে।
চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী ও রানার্স-আপ দলকে ট্রফি, মেডেল ও প্রাইজমানি প্রদান করা হবে। চ্যাম্পিয়ন দল ৫০ হাজার, রানার্স-আপ দলকে ২৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। এছাড়াও থাকছে ফেয়ার প্লে, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড় ট্রফি, সেরা নতুন খেলোয়াড় এবং সেরা আঞ্চলিক ভেন্যুর ট্রফি।
Leave a Reply