December 23, 2024, 5:33 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
জাপান ফুটবল অ্যাসোসিয়েশন এর অর্থায়নে জেএফএ অ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২০-এ কুষ্টিয়ায় অংশ নিচ্ছে ৬টি দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় কুষ্টিয়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এ আয়োজন করছে। কুষ্টিয়ায় শেখ কামাল স্টেডিয়ামে আজ বুধবার দুপুরে খেলা মাঠে গড়াবে। দুপুর ২.১৫টায় প্রথম ম্যাচে অংশ নেবেন নড়াইল এবং চুয়াডাঙ্গা অনুর্ধ ১৪ মহিলা ফুটবল দল। এদিনই বিকেল ৪টায় আরেক ম্যাচে অংশ নেবেন টাঙ্গাইল এবং ঝিনাইদহ জেলা দল। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য সাব্বির মোহাম্মদ কাদেরী সবু জানান, নক আউট ভিত্তিক এ খেলায় একধাপ এগিয়ে রাখা হয়েছে এ অঞ্চলের গতবারের চ্যাম্পিয়ন সাতক্ষীরা এবং স্বাগতিক দল কুষ্টিয়াকে। প্রথম ম্যাচে বিজয়ীদের সঙ্গে বৃহস্পতিবার দুপুর ২.১৫টায় খেলবেন সাতক্ষীরা আর দ্বিতীয় ম্যাচে বিজয়ী দলের সঙ্গে বৃহস্পতিবার বিকেল ৪টায় খেলবেন স্বাগতিক কুষ্টিয়া। বৃহস্পতিবারের দুই ম্যাচে বিজয়ীরা শুক্রবার বিকেল ৩.১৫টায় আঞ্চলিক ফাইনালে অংশ নিবেন। আঞ্চলিক চ্যাম্পিয়ন দল পরবর্তীতে ঢাকায় চ’ড়ান্ত পর্বে অংশ নেবেন।
কুষ্টিয়ায় অনুর্ধ ১৪ মহিলা ফুটবলের আঞ্চলিক এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান হবে আজ বুধবার বিকেল সাড়ে ৩টায়। উদ্বোধন করবেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
Leave a Reply