December 21, 2024, 11:52 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অমিত কুমার দাস মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৪ সালের ডিসেম্বরে তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত হন।
বুধবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অমিতের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সদর উপজেলার অম্বিকাপড় গ্রামে। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে মহাসড়কের আমতলী নামকস্থানে একটি ট্রাককে সাইড দিতে মাইলপোস্টে ধাক্কা লাগে অমিত কুমার দাসকে বহনকারী প্রাইভেটকারটি। এসময় কারটি উল্টে গেলে গাড়িতে থাকা যাত্রী ও চালকসহ পাঁচজনই আহত হন।
পরে ঢাকা ফিরে চিকিৎসা শেষে বাসায় ফেরেন তারা। বুধবার সকালে ফের গুরুতর অসুস্থ হয়ে বমি শুরু করেন অমিত। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অমিত কুমার দাসের ভাইপো ও ইবির ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী কমল কৃষ্ণ অধিকারী বলেন, ‘চাচার শরীরে যে আঘাতের চিহ্ন রয়েছে তাতে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। চাচার মাথা, কোমর এবং পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন রয়েছে। এ চিহ্নগুলো দেখে মনে হচ্ছে ক্রিকেট স্ট্যাম্প বা ভারী কোনো কিছুর আঘাতের চিহ্ন।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী অমিত কুমার দাস-এর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি পরলোকগত অমিত কুমার দাস-এর আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
অপর এক শোক-বার্তায় অমিত কুমার দাস-এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান শোক জানিয়েছেন। তিনি অমিত কুমার দাস-এর স্বর্গীয় আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
Leave a Reply