December 23, 2024, 6:31 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
কুষ্টিয়ার খোকসা পৌরবাসীর স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার লক্ষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় ৭০ লক্ষ টাকার একটি প্রকল্পের কাজ এগিয়ে চলছে।
২০১৯-২০ অর্থবছরের উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এবং মেসার্স জাকিরুল্লাহ কোং ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ৬৯ লক্ষ ৭৮ হাজার ২৩৭ টাকা ব্যায়ে ৪ টা গণশৌচাগার ১২ টা ছোট কমিউনিটি ল্যাট্রিন ও ১৯ টা ডাস্টবিন নির্মাণের কাজ বাস্তবায়নাধীন।
বাস্তবায়নাধীন এই কাজের তত্ত্বাবধান এর খোকসা পৌর ইঞ্জিনিয়ারিং শাখা অফিস সূত্রে জানা গেছে এরই মাঝে বড় চারটি গণশৌচাগারের তিনটির কাজ প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ চলতি অর্থ বছরের মধ্যেই শেষ হবে বলেও তিনি জানান। অপরদিকে ছোট ১২ টি ছোট গণশৌচাগারের কাজ পৌরসভার বিভিন্ন জায়গায় প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, পৌরবাসীর স্বাস্থ্যসম্মত স্যেনিটারি ব্যবস্থা নিশ্চিত কাজ সম্পন্ন হলে শতভাগ স্যানিটেশনের আওতায় আসবে।
এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দেখা গেছে পৌরসভার ২ নং ওয়ার্ডের যামিনী কামিনী কবরস্থানের পাশে একটি গণশৌচাগার নির্মাণ করা হচ্ছে। একই ওয়ার্ডে আদর্শ পাড়া জামে মসজিদে আরেকটি গণশৌচাগার নির্মাণ করা হচ্ছে। অপরদিকে খোকসা বাসস্ট্যান্ডে একটি গণশৌচাগার নির্মাণের দাবির প্রেক্ষিতে বরাদ্দকৃত স্থান না থাকায় পৌর নতুন ভবনের পাশেই নির্মাণ করা হবে বলে জানান পৌরমেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক।
এছাড়াও পৌরসভার কমলাপুর, মিয়াপাড়া এবং বিভিন্ন ওয়ার্ডের নির্ধারিত জায়গা ছোট কমিউনিটি লেট্রিন ১২ টি নির্মাণ কাজ এগিয়ে চলছে তবে ১৯ টি ডাস্টবিনের কাজ চোখে পড়েনি।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এ প্রতিবেদককে জানান, করোনার কারণে বর্তমানে এ প্রকল্পের কাজ থেমে রয়েছে। চলতি অর্থ বছরের মধ্যেই এ প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলে আশা করছে।
পৌরবাসীর শতভাগ স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত কল্পে এ প্রকল্পের অবশ্যই প্রবাসী কল্যাণ বয়ে আনবে বলে মনে করছেন স্থানীয় পৌরভায় বসবাসকারী সুশীল সমাজ।
Leave a Reply