December 21, 2024, 8:36 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষ্যে জাতীয় সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি ঘোষিত বিনামূল্যে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা পালন করে উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখা।
সংগঠনটির জেলা শাখায় দায়িত্ব প্রাপ্ত সিনিয়র সহসভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক রাশেদুল করিম রনির পরিচালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় কমিটির সহসভাপতি ও মাইক্রোল্যাব ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলামের প্রাতিষ্ঠানিক কার্যালয়ে।
এসময় উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং রক্তদান করেন।
উল্লেখ্য যে উৎসর্গ ফাউন্ডেশন, বাংলাদেশ সংগঠনটি ২০১৬ সাল থেকে দেশে ও দেশের বাইরে ১১ টি দেশে প্রবাসী বাঙালী স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ফ্রী ব্ল্যাড গ্রুপিং, মেডিকেল হেলথ ক্যাম্প, বন্যা দূর্গত এলাকায় ত্রাণ সাহায্য, কভিড ১৯ মোকাবেলায় এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করছেন সংগঠনটির চেয়ারম্যান ইমরুল কায়েসের নেতৃত্বে।
বিগত ২৬ অক্টোবর কেন্দ্রীয় নির্বাহী কমিটি আবুল কালাম আজাদকে সভাপতি ও সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার সমন্বয়ক, কালপুরুষে সভাপতি মোঃ মুহাইমিনুর রহমান পলল কে সাধারন সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।
উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া ১৬ই ডিসেম্বর থেকে কুষ্টিয়ায় এ পর্যন্ত প্রায় ৫ সহস্রাধিক মানুষের রক্ত পরীক্ষ কর্মসূচি সম্পন্ন করেছে পাশাপাশি করোনা মোকাবেলায় জেলা প্রশাসনের নেতৃত্বে এবং সম্মিলিত সামাজিক জোটের চেয়্যারম্যান ড. আমানুর আমানের নির্দেশনায় করোনা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ মুহাইমিনুর রহমান পলল জানান করোনা পরিস্থিতি স্বাভাবিক হে কুষ্টিয়ার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিন্যামূল্যে রক্ত পরীক্ষা কর্মসূচি, ডায়বেটিস নির্ণয় ও মেডিকেল হেলফ ক্যাম্প কর্মসূচি গ্রহণ করা হবে।
Leave a Reply