শৃঙ্খল/
তারপর তোমার দুচোখ যখন হয়ে ওঠে মথিত মদির
ভাষাহীন দুঠোঁট স্বপ্না”ছন্ন অবারিত পাললিক ভূমি
আমার দুচোখ খুঁজে ফেরে কুমারি দেহের নিভৃত ভাঁজ
মাংসপেশীতে শ্রেণিহীন কামের জোয়ার কোনো সেন্সর মানে না
তৈরি হয় শব্দের রচনাসমগ্র ।
২/
তোমার দেহ জুড়ে এই অনন্ত যাত্রায়
বিনিময় বলে কিছু নেই
যেমন যুদ্ধের আছে শুধু জয় অথবা পরাজয়।
৩/
স্বপ্নের আকাশ জুড়ে সন্ত্রস্ত কালো মেঘ
স্বপ্নের আকাশ জুড়ে নীল অথবা সাদা মেঘ
আকাশের বুক জুড়ে শৃঙ্খলিত স্বপ্ন
স্বপ্নের বুক জুড়ে শৃঙ্খলিত আকাশ
জীবনজুড়েই কালো অথবা সাদা মেঘ
জীবনই এক শৃঙ্খলিত স্বপ্নের খেলা।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি