প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২০, ৯:৫২ এ.এম
অবশেষে বৃদ্ধ আব্দুল কাদের বয়স্ক ভাতার টাকা পেলেন
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বড় ছেলের দেওয়া তিন হাজার টাকা মেম্বারকে দিয়েও এক বছর অপেক্ষা করেও বয়স্ক ভাতার কার্ড পাননি। শেষে দুই সাংবাদিকের চেষ্টায় বৃদ্ধ আব্দুল কাদের বয়স্ক ভাতার টাকা পেলেন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাতপাখিয়া গ্রামে।
২০১৮ সালের ১ জুলাই সাতপাখিয়া গ্রামের গফুর মোল্লার ছেলে আব্দুল কাদের (৬৫) বয়স্ক ভাতার আবেদন করেন ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আব্দুল রাজ্জাকের কাছে। বৃদ্ধ আব্দুল কাদের আক্ষেপ করে বলেন, সাথে তিন হাজার টাকাও দিয়েছি কিন্তু অনেক ঘোরাঘুরির পর অবশেষে টাকা পাবো এমন আশা ছেড়েই দিয়েছিলাম।
অবশেষে খোকসার দুই সাংবাদিক কুষ্টিয়ার সময়ের স্টাফ রিপোর্টার ও দৈনিক অধিকারের খোকসা প্রতিনিধি ওবাইদুর রহমান আকাশ ও অন্য জন্য কুষ্টিয়ার সময়ের স্টাফ রিপোর্টার মমিন হোসেন ডালিমের চেষ্টায় রবিবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদারের সহায়তায় বৃদ্ধা আব্দুল কাদেরকে বয়স্ক ভাতার ১২ হাজার টাকা দেওয়া হয়।
শোমসপুর সোনালী ব্যাংকে বৃদ্ধর অ্যাকাউন্ট থেকে ১২ হাজার টাকা তুলে তার বাড়িতে পৌঁছে দেন ওই দুই সাংবাদিক।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি