January 2, 2025, 10:18 pm
আব্দুল আলিম, ভেড়ামারা/
কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ’র) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার বিকালে জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা জাসদের উদ্যোগে ভেড়ামারা বাস্টান্ডে বিশাল সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নেতা-কর্মীরা শহরের চারিদিক দিয়ে ঢাক-ঢোল বাদ্যযন্ত বাজিয়ে, ব্যানার-ফেস্টুন, পতাকা নিয়ে শ্লোগান-শ্লোগানে মুখরিত করে সমাবেশ স্থলে যোগদান করেন।
ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা’র সভাপতিত্বে এবং উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন। জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিৎ কুমার সিংহ রায়, জেলা জাসদের কৃষিবিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা পৌর জাসদের সভাপতি হাসান মাহমুদ ঝন্টু, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল, চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সভাপতি ও জনপ্রিয় চেয়ারম্যান আবদুল হাফিজ তপন, বাহাদুরপুর ইউনিয়ন জাসদের সভাপতি ও জনপ্রিয় চেয়ারম্যান আসিকুর রহমান ছবি, মোকারিমপুর ইউনিয়নে সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ বেনু, ধরমপুর ইউনিয়ন জাসদের সভাপতি নবীর উদ্দিন, জাসদ নতা রফিকুল ইসলাম, যুবজোটের সিনিয়র সহ সভাপতি মাসুদ পারভেজ উপজেলা যুবজোটের সহ সভাপতি, তরুণ সমাজ সেবক ও বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ারুল কবির টুটুল বাহিরচর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান আবু প্রমুখ।
এসময় বক্তারা, দুর্নীতি, লুটপাট, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবন্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও সকালে উপজেলা জাসদের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জাসদ নেতৃবৃন্দ।
Leave a Reply