দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় গৃহবধূকে ধর্ষণ মামলায় মো. জুয়েল (৩২) নামে এক আসামির যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ড দিয়েছে আদালত। রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ রায় দেন।
একইসঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
দন্ডপ্রাপ্ত মো. জুয়েল কুমারখালী উপজেলার বিল্লাল হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশী ওই নারী ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হলে গলায় ছুরি ধরে ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে জুয়েল। এক পর্যায়ে গৃহবধূর গোঙানির শব্দে বাড়ির লোকজন টের পেয়ে এগিয়ে গেলে ধর্ষক জুয়েল পালিয়ে যায়।
আরো জানা যায় জুয়েল প্রায়ই নারীটিকে উত্যক্ত করতো। সে প্রায় রাতেই ওৎ পেতে থাকতো। ঘটনার রাতেও সে ওৎ পেতে ছিল।
এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। কুমারখালী থানা পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৮ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
রায় ঘোষণার সময় আসামি জুয়েল আদালতে উপস্থিত ছিলেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি