December 26, 2024, 7:27 pm
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার দর্শনা থেকে মেহেরপুর পর্যন্ত প্রস্তাবিত রেললাইনের জন্য তিন ফসলী জমি নির্বাচনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। দামুড়হুদা উপজেলার কৃষিনির্ভর কোমরপুর ও বাঘাডাঙ্গা গ্রামে ‘রেললাইন স্থাপন প্রতিরোধ কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার হাজারো মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন রেললাইন স্থাপন প্রতিরোধ কমিটির আহ্বায়ক মওলা বক্স, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য জাহিদুর রহমান মুকুল, মোস্তাফিজ কচিসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, চক্রান্তকারীদের নীলনকশা মোতাবেক এলাকার পতিত জমি বাদ দিয়ে উচ্চ ফলনশীল তিন ফসলী কৃষিজমিতে রেললাইন স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। সোজা পথ বাদ দিয়ে নতুন করে কিছু ঘোরা পথে কোমরপুর ও বাঘাডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে রেললাইন স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ অবস্থায় এলাকার হাজার হাজার হেক্টর তিন ফসলী জমি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তদন্ত সাপেক্ষে সঠিক সিদ্ধান্ত নেয়ার দাবি জানান বক্তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
Leave a Reply