দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসা থানার নবাগত ওসি কামরুজ্জামান তালুকদার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে তিনি এ মতবিনিময় করেন।
এ সময় তিনি সাংবাদিকদের সাথে খোকসা উপজেলার আইনশৃঙ্খলার বিষয় নিয়ে কথা বলেন। ওসি কামরুজ্জামান তালুকদার মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহসহ আইনশৃঙ্খলা রক্ষার জন্য সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা চান।
তিনি আরো বলেন, জনগণের সেবক হয়ে মানুষের দুয়ারে সেবা পৌঁছে দেওয়া পুলিশের কাজ। খোকসার মানুষকে সেবা দিয়ে নিজের দক্ষতা প্রতিষ্ঠা করতে আপনাদের মাঝে এসেছি। কোন অবস্থাতেই মাদক, জঙ্গিবাদ-সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং সহ্য করা হবে না। সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকায় আমার বেতন হয়। সেবা নিতে থানায় এসে একটি টাকাও দিতে হবে না। যদি আমার পুলিশের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায় সেবার বিনিময়ে অর্থ নেওয়া হয়েছে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিজের ব্যক্তিগত জীবনে আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বস্ব দিয়ে চেষ্টা করব।
এ সময় উপস্থিত ছিলেন খোকসা থানার ওসি(তদন্ত) ইদ্রিস আলী। সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবীন, দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক হুমায়ুন কবির, মনিরুল ইসলাম মাসুদ, মমিন হোসেন ডালিম, সুমন কুমার মন্ডল, ওবায়দুর রজমান আকাশ, জাহাঙ্গীর আলম রানা, মিলন খান, মনোয়ার হোসেনসহ খোকসা উপজেলার সকল স্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা।
উল্লেখ্য, ওসি কামরুজ্জামান তালুকদার কুষ্টিয়া সদর থানা থেকে বদলির পর খোকসা থানায় ৩৬তম অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন ।
Leave a Reply