দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা /
খোকসায় আমলাবাড়ী থেকে চুরি যাওয়া অটোবাইকসহ দুই চোর আটক করেছে খোকসা থানা পুলিশ। থানায় মামলায় গ্রেফতার হয়েছে। চোরদ্বয়কে শনিবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন গোপগ্রাম ইউনিয়নের ওমর আলী প্রামানিক এর ছেলে মোঃ বাদশা পরামানিক (২৫) ও কুমারখালীর দয়ারামপুর গ্রামের মোতালেব শেখের ছেলে ফিরোজ শেখ (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৯ অক্টোবর রাত সাড়ে১২ টায় খোকসার আমলা বাড়ি গ্রামের বাদী মন্তাজ কুমারের নিজবাড়ি থেকে চুরি যাওয়া অটোবাইক কুমারখালীর শিলাইদহ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এলাকাবাসী উদ্ধার করে।
এলাকাবাসীর সহযোগিতায় ইজিবাইক ও চোরদ্বয়কে কুমারখালি থানায় সোপর্দ করেন।
খোকসা থানার ইজিবাইক চুরির ঘটনা হওয়ায় শুক্রবার সকালে খোকসা থানা পুলিশকে ইজিবাইক ও আসামিদের হস্তান্তর করে। শুক্রবার রাতেই এ ব্যাপারে খোকসা থানায় একটি মামলা দায়ের হয়। মামলা নং -১৭, তারিখ ৩০ অক্টোবর ২০২০ ইং।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ হোসেন জানান, আসামি গ্রেফতার ও অটো উদ্ধার হওয়ায় এই মামলার চার্জশিট অতি দ্রুত দেওয়া সম্ভব হবে। আসামিদেরকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply