প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২০, ৮:২৯ পি.এম
কুমারখালীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বাংলাদেশ আওয়ামী যুবলীগের (৪৮) তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কুমারখালী উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর বিকেল ৫ টার সময় ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপির অফিসে উপজেলা যুবলীগ এই প্রস্তুতি সভার আয়োজন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।
বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গ চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। উপজেলা যুবলীগের সহ-সভাপতি রবিউল আউয়াল, সহ-সভাপতি এস,এম রফিক, মহব্বত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর জামান তুহিন, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, শিশির আহমেদ নয়ন, সদস্য মোঃ নয়ন বিশ্বাস, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল কাজল, উল্লাস, পৌর যুবলীগের সভাপতি তুহিন শেখ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক, মশিউর রহমান (টিপু), পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান, তারিখ খান। বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা যুবলীগ।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৬ টায় যুবলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ। সকাল সাড়ে ৮ টায় যুবলীগ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি