January 11, 2025, 5:47 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার মিরপুরে আলো স্বেচ্ছা সেবী পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগীতায় করোনা কালীন দূর্যোগ মোকাবেলায় ১০৩টি পরিবারের মাঝে খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার।
অনুষ্টানে আলো’র সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর পৌর সভার প্যানেল মেয়র জমির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাজী আছাদুর রহমান বাবু, বাবলু রঞ্জন বিশ্বাস,ি মরপুর পৌরসভার কাউন্সিলর ও আলো’র উপদেষ্টা পরিষদের সদস্য জাহিদ হোসেন, মিরপুর থানার সেকেন্ড অফিসার প্রশান্ত কুমার শাহা, একশনএইড বাংলাদেশের ইনসপাইরেটর হাবিবা খানম ও ছাতিয়ান ইউপি সদস্য মোমিন মল্লিক।
প্রতিটি পরিবারের জন্য চাউল বিশ কেজি, মসুরের ডাল এক কেজি, আটা তিন কেজি, লবন এক কেজি, সয়াবিন তেল দুই লিটার, লাইফবয় সাবান একটি, ডিটারজেন্ট পাউডার দুই শ গ্রাম, স্যানিটারি ন্যাপকিন এক প্যাকেট এবং ১২ জন শিশু আছে এমন ১২ টি পরিবারের জন্য প্রত্যেকের চার শ গ্রাম গুড়া দুধের একটি করে প্যাকেট ও দুই শ চল্লিশ গ্রামের একটি করে এনার্জি প্লাস বিস্কুটের প্যাকেট বিতরণ উদ্ভোধন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন আলো’র নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ। সার্বিকভাবে সহায়তা করেন আলোর প্রকল্প সমন্বয়কারী মাহফুজুর রহমান, প্রকল্প কর্মকর্তা ফারুক হোসেন, ফাইন্যান্স অফিসার মজিবুল হক, ফিল্ড এসোসিয়েট চাঁদনী খাতুন এবং আলোর তত্বাবধানে গঠিত বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি বৃন্দ।
Leave a Reply