December 24, 2024, 7:11 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চুয়াডাঙ্গায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার দাদা এখন জেল হাজতে। বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
গ্রেফতার দাদা মোনতাজ আলীকে (৫৫) এখন জেলে। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার নওদাগাঁ গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নওদাগাঁ গ্রামের ওই শিশুর বাবা ঢাকায় থাকেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। গত ২০ অক্টোবর শিশুটিকে দাদার কাছে রেখে শ্বশুরবাড়িতে যান তার বাবা। শিশুটির মাও সেখানে ছিলেন।
ওই রাতে নাতনিকে একা পেয়ে দাদা মোনতাজ আলী ধর্ষণ করেন। পরে মা ফিরে এলে শিশুটি তাকে বিষয়টি জানায়।
এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর মা বুধবার রাত ৮টার দিকে শ্বশুর মোনতাজ আলীর বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার পর বুধবার মধ্যরাতে স্থানীয় বেগমপুর ফাঁড়ি পুলিশ মোনতাজ আলীকে গ্রেফতার করে।
পরে আদালতে তোলা হলে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেয়।
Leave a Reply