December 21, 2024, 11:07 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে শহর থেকে ৩০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেফতার হয়েছেন। কুষ্টিয়া র্যাবের একটি চৌকষ দল শুক্রবার বিকেল ৩টায় কুষ্টিয়ার বড় বাজার রেলগেইট এর নিকট জগদীশ দাদার মিষ্টির কারখানার সামনে পাঁকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করেন। এসময় ৩শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই ভাই মোঃ উজ্জল (৩৮) ও মোঃ মমিন (২৮)কে গ্রেফতার করেন তারা। এরা হরিশংকরপুর মাঠ পাড়ার মৃত উমর আলীর ছেলে। এসময় দুই ভাইয়ের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, ৫টি সীমকার্ড, নগদ এক হাজার টাকা ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কাশেম জানান, উদ্ধারকৃত আলামতসহ আসামীদের বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। তাদের কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply