দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসলাম হোসেন তার পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে কুমারখালি উপজেলা সফরকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি সার্টিফিকেট মামলার জটিলতা হ্রাস, উন্নয়নমূলক কাজের সমন্বয়সহ অফিস ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি একটি উঠোন বৈঠক ও মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তিনি বলেন দেশে বর্তমান সরকারের আমলে সেবা কার্যক্রম বহুগুণে সম্প্রসারিত হয়েছে। এসব সেবা সমুহ জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে হবে। সরকারী কর্মকর্তাচারীদের কাজে অারো বেশী দক্ষতা আনতে হবে।
পরবর্তীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় তিনি রেকর্ড সংশোধন, খাস জমি বেদখল মুক্তকরণ সহ ভূমি সেবা সহজীকরণ বিষয়ে মূল্যবান অভিমত প্রদান করেন। এরপর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমার বাড়ি আমার খামার প্রকল্প পরিদর্শন করেন ও ঋণগ্রহীতাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
সর্বশেষ তিনি পৌর ভূমি অফিস, ২ টি কমিউনিটি ক্লিনিক, ০১ টি এনজিও এবং ০১ টি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়ন, সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানোসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এ সকল কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার রাজিবুল ইসলাম খান ও সহকারী কমিশনার (ভূম) ও স্থানীয় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
সরকারি সফরে বিভিন্ন কার্য পরিদর্শন শেষে বিকেলে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি