January 15, 2025, 11:41 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
খুলে গেল বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির গেট। কিন্তু প্রতিদিন গেট খুলবে সকাল ৯টা, আর সন্ধ্যায় বন্ধ হয়ে যাবে। এছাড়াও লালন ভক্ত আর দর্শনার্থীদের মানতে হবে আরো কিছু শর্ত। তারপরও খুশি বাউল ফকিররা।
লালন একাডেমীর সভাপতি জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন, সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত আখড়াবাড়ি খোলা থাকবে। এখানে প্রবেশের জন্য অবশ্যই সবাইকে মাস্ক পরে আসতে হবে। গেটেই স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। ভেতরে প্রবেশর পরও কেউ পাশাপাশি বসতে পারবেন না, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। জেলা প্রশাসক আরো বলেন, এসব নিয়মকানুন পালনের জন্য কঠোরভাবে মনিটরিং করা হবে। এর জন্য লালন একাডেমীর সদস্যরা কাজ করবেন।
লালন একাডেমীর আহবায়ক কমিটির সদস্য সেলিম হক বলেন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনেই সাধু, বাউল, ভক্তরা ভেতরে প্রবেশ করছেন। শর্ত থাকলেও স্াঁইজির ধামে ঢুকতে পেরে খুশি হয়েছেন লালন অনুসারীরা।
করোনা মহামারীর কারণে দীর্ঘ সাত মাস ধরে বন্ধ ছিল লালন সাঁইয়ের এ আখড়াবাড়ি। একারণে দোল পুর্নিমার উৎসবও ছোট পরিসরে করা হয়। আর গত পয়লা কার্তিকে লালনের তিরোধান দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়।
১৩০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো বলেন লালন ভক্তরা।
সকালে খুলবে লালন আখড়াবাড়ির গেট, সন্ধ্যায় বন্ধ
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
খুলে গেল বাউল স¤্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির গেট। কিন্তু প্রতিদিন গেট খুলবে সকাল ৯টা, আর সন্ধ্যায় বন্ধ হয়ে যাবে। এছাড়াও লালন ভক্ত আর দর্শনার্থীদের মানতে হবে আরো কিছু শর্ত। তারপরও খুশি বাউল ফকিররা।
লালন একাডেমীর সভাপতি জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন, সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত আখড়াবাড়ি খোলা থাকবে। এখানে প্রবেশের জন্য অবশ্যই সবাইকে মাস্ক পরে আসতে হবে। গেটেই স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। ভেতরে প্রবেশর পরও কেউ পাশাপাশি বসতে পারবেন না, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। জেলা প্রশাসক আরো বলেন, এসব নিয়মকানুন পালনের জন্য কঠোরভাবে মনিটরিং করা হবে। এর জন্য লালন একাডেমীর সদস্যরা কাজ করবেন।
লালন একাডেমীর আহবায়ক কমিটির সদস্য সেলিম হক বলেন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনেই সাধু, বাউল, ভক্তরা ভেতরে প্রবেশ করছেন। শর্ত থাকলেও স্াঁইজির ধামে ঢুকতে পেরে খুশি হয়েছেন লালন অনুসারীরা।
করোনা মহামারীর কারণে দীর্ঘ সাত মাস ধরে বন্ধ ছিল লালন সাঁইয়ের এ আখড়াবাড়ি। একারণে দোল পুর্নিমার উৎসবও ছোট পরিসরে করা হয়। আর গত পয়লা কার্তিকে লালনের তিরোধান দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়।
১৩০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো বলেন লালন ভক্তরা।
Leave a Reply