দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়ার খোকসায় তৃতীয় শ্রেণির ছাত্রী রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে। শিশুটির বাড়ির পাশে গড়াই নদীতে অনুসন্ধান করা হচ্ছে।
পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার সকালে কমলাপুর রুমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তানহা (১০) ময়ের সাথে ঘরে কাজ করছিল। তাকে বই খাতার মধ্যে পাওয়া আরবি লেখা কয়েকটি নষ্ট পৃষ্ঠা বাড়ির সাথের গড়াই নদীতে ফেলতে পাঠন মা শাপলা খাতুন। সেই ছেড়া কাগজ ফেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও দুপুর পর্যন্ত আর ফিরে না আসায় খোঁজা-খুজি শুরু হয়। গ্রামের মসজিদের মাইকে শিশু তানহা নিখোঁজের খবরটি প্রচার করা হয়।
এক পর্যায়ে সবার দৃষ্টি যায় গড়াই নদী দিকে। স্থানীয় ভাবে নদীতে জাল ফেলে নিখোজ শিশুর সন্ধান করা হয়। সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের খোকসা ইউনিটে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে জানায় খুলনা থেকে ডুবুরিদল আসার পর অভিযান শুরু করা হবে।
খোকসা ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোশারফ হোসেন জানান, নদীতে শিশু নিখোজের খবর পেয়ে তার ঘটনাস্থলে গিয়েছিলেন। খুলনা থেকে ডুবুরিদল রওনা হয়েছে রাতে অভিযান চালানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি