দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার নারিকেল তলা এলাকায় এক নারীকে উতক্ত্যের ঘটনায় মোবাইল কোর্টে ২ জনের ৩ মাস কারাদন্ড দেয়া হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে ঐ নারী পূজামন্ডপ থেকে নারিকেল তলা এলাকায় ঘুরতে আসে। এ সময় ঐ দুই বখাটে ওই নারীকে উত্যক্ত করে। ওই নারীর চিৎকারে এলাকাবাসী এসে বখাটে দুই যুবককে ধরে ফেলে। ঐ সময়েই যাচ্ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। তিনি মানুষের ভিড় দেখে দাঁড়িয়ে জানতে পারেন ঘটনাটি। ওই নারীও অভিযোগ দেন। ইউএনও সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই বখাটেকেই দন্ড প্রদান করেন।
এরা হলো কুষ্টিয়া সদর উপজেলার পূর্ব আব্দালপুর এলাকার শাহাজ ইসলাম শাহা মাস্টারের ছেলে রফিকুল ইসলাম সোহাগ (৩০) ও একই এলাকার লুকমান ওরফে পোকোর ছেলে তুহিন (২০)।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি