December 22, 2024, 3:17 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কামারপাড়ায় এক ঘণ্টা ব্যবধানে দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা দু’জন সম্পর্কে চাচাতো বোন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে এ ঘটনা ঘটে। ভিকটিমরা হলেন- ওই এলাকার মুনতাজ আলীর মেয়ে রুমা খাতুন (২৫) এবং তার চাচাতো বোন মোয়াজ্জেম হোসেনের মেয়ে মুক্তা খাতুন (১৬)।
আড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাঈদ আনসারী জানান, মুক্তা গত চার মাস আগের একটি ধর্ষণ মামলায় সহযোগী অভিযোগে আসামি ছিল। তারপর থেকেই সে তার চাচাতো বোন রুমার স্বামীর বাড়িতে পলাতক ছিল। কয়দিন আগেই সে বাড়িতে আসে। শুক্রবার দুপুর ১২টার দিকে মুক্তার ঘরে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এর মধ্যে মুক্তার মৃত্যুর খবর শুনে রুমাও নিজ ঘরের আত্মহত্যা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, খবর পেয়ে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বিকেলে মরদেহ দু’টি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি আত্মহত্যা না হত্যা তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদনে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
তবে বিষয়টি নিয়ে পরিবারের লোকজন মুখ খুলছে না।
Leave a Reply