December 22, 2024, 2:17 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ভেড়ামানা/
মরহুম রুস্তম স্মৃতি জুনিয়র ফুটবল টুনামেন্ট ২০২০ ফাইনাল খেলা বুধবার (২১ অক্টোবর) বিকেলে ১৬ দাগ উত্তরপাড়া পুস্প সংঘের আয়োজনে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ উত্তরপাড়া মরহুম এরশাদ মেম্বারের বাড়ি সংলগ্ন মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আছিয়া সংঘ একাদশ বনাম রবি স্টোর একাদশের মধ্যে ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় আছিয়া সংঘ একাদশ ২ – ০ গোলে বিজয়ী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ দাগ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আনোয়ারুল হক, ভেড়ামারার বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আব্দুল হান্নান,বাহিরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঈীর হোসেন জুয়েল,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন,ভেড়ামারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, বিশিষ্ট ব্যাবসয়ী আলহাজ্ব আব্দুল হান্নানের সহধর্মিণী রুনা লাইলা, ভেড়ামারা উপজেলা যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন গামা, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এ্যাডঃ মারুফ বিল্লাহ,বাহিরচর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য আসাদুজ্জামান কচি, বিশিষ্ট ক্রীড়াবিদ আতিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬ দাগ উত্তরপাড়া পুস্প সংঘের সভাপতি মিলন হোসেন। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ।
Leave a Reply