December 22, 2024, 3:20 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চুয়াডাঙ্গায় সীমন্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি উমেদুল ইসলামের লাশ চারদিন পর ফেরত দিয়েছে বিএসএফ ও ভারতীয় পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় জেলার দর্শনার জয়নগর চেকপোস্টের শূন্যরেখায় লাশ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
এর আগে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের ৮৯ নম্বর মেইন পিলারের কাছে ভারতের মালুয়াপাড়া বিএসএফ সদস্যরা ওমেদুল ইসলামকে গুলি করে হত্যা করে।
তার লাশের ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সন্ধ্যায় ভারতের গেদে পুলিশ ও বিএসএফ সদস্যরা চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ এবং বিজিবির কাছে লাশ হস্তান্তর করে।
রোববার (১৮ অক্টোবর) ভোরে ঠাকুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত ওই বাংলাদেশি উমেদুল ইসলাম, ৩২ ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ভোরে উমেদুলসহ ৪-৫ জন বাংলাদেশি গররু ব্যবসায়ী সীমান্তে গরু আনতে। ভোর ৪টার দিকে তারা সীমান্তের জিরো পয়েন্টের ৮৯নং পিলারের কাছাকাছি ভারতীয় গরু বিক্রেতাদের জন্য অপেক্ষা করছিল। এসময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার হুদাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে তাদেরকে ধাওয়া করে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়লে উমেদুল গুরিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।
লাশটি বিএসএফ নিয়ে যায়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান ফোনে জানান নিহত বাংলাদেশির লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
গত ২৬ জুন একই ক্যাম্পের বিএসএফ সদস্যরা ঐ একই সীমান্ত থেকে দু বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গিয়ে বেয়নেট চালিয়ে নির্যাতন করে ছেড়ে দেয়।
Leave a Reply