December 22, 2024, 8:15 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামী বিশ^বিদ্যালয়ের কর্মকর্তাদের একদিনের সমপরিমাণ বেতন প্রধানমন্ত্রীর করোনা তহবিলে অনুদান হিসেবে প্রদানকে সাধুবাদ জানিয়েছেন উপচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম। তিনি বলেছেন দেশের চলমান করোনার দূর্যোগে এ অনুদান খুবই ফলপ্রসু এবং মানবিক সহায়তা বলে বিবেচিত হবে। তিনি বলেন যে দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ সেটা এই বিশ^বিদ্যালয়ের কর্মকর্তাদের মানবিক গুণাবলীর পরিচয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) ইসলামী বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ ৫ লাখ টাকার এ অনুদানের চেক উপচার্যের হাতে প্রদানের সময় তিনি এসকল কথা বলেন। এটাকে তিনি অনুকরণীয় বলে উল্লেখ করেন। তিনি এ অনুদান যথাযথ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর করোনা তহবিলে পৌঁছে দেবেন বলে জানান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান। তিনিও কর্মকতার্দের এ অনুদান প্রদানের জন্য ধন্যবাদ জানান।
ইসলামী বিশ^বিদ্যালয়ের কর্মকর্তাদের পক্ষে অনুদানের চেক উপচার্যের হাতে তুরে দেন কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, সাধারন সম্পাদক ও বাংলাদেশ আন্ত:বিশ^বিদ্যালয় কর্মকর্তা ফেডারেশনের মহাসচিব মীর মোর্শেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভার) এসএম আব্দুল লতিফ, প্রশাসনিক ইউনিটের সকল দফতর প্রধান ও কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply