দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
নিষেধাজ্ঞা সত্বেও কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে চার জেলেকে আটক করে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ অক্টোবর) রাতে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস এ আদালত পরিচালনা করেন।সন্ধ্যায় ৭টার দিকে ওই উপজেলার খাদিমপুর এলাকা থেকে চার জেলেকে আটক করা হয়।
জেলেরা হলেন- একই উপজেলার নওদা খাদিমপুর গ্রামের শের আলী (৫০), সিরাজুল প্রামাণিক (৫৫), মোর্শেদ আলী (২৪) ও হেলাল মালিথা (৫৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় খাদিমপুর এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধ দুই হাজার মিটার কারেন্ট জালসহ ওই চার জেলেকে আটক করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১৯৫০ এর ৫(২)(খ) ধারায় প্রত্যেকে তিন হাজার করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ কারেন্ট জাল আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে।
মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম অভিযান চলমান থাকার কথা জানিয়েছেন। তিনি নিষেধাজ্ঞা মেনে চলার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় নিশেধাজ্ঞা জারি করেছে সরকার।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি