December 21, 2024, 7:18 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল ও দলীয় টেন্টে কেক কাটারআয়োজন করে সংগঠনটির নেতা কর্মীরা।
এসময় বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, শাখা ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ, ফয়সাল সিদ্দিকী আরাফাত, শেখ মিজানুর রহমান লালন, শিশির ইসলাম বাবুসহ প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাহফিলে শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এর আগে বেলা ১২টায় শেখ রাসেল হলের সামনে শেখ রাসেলের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। এসময় হল কর্তৃপক্ষের উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিলে অংশ নেন তাঁরা।
Leave a Reply