December 22, 2024, 8:15 pm
বঙ্গবন্ধু পরিষদ, ইসলামী বিশ^বিদ্যালয়, কুষ্টিয়া’র সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও সাধারন সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন এক বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম দিনে শুভেচ্ছা জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন ১৯৬৪ সালের এই দিনে জাতির পিতার স্মৃতিবিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। নিহত হন ১৯৭৫ সালের ১৫ আগস্ট। ঐ দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ান্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে হত্যা করেছিল এই ছোট্র শিশুটিকে। সবেমাত্র চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন তিনি। পড়তেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে। বঙ্গবন্ধুর খুনিরা রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। নেতৃবৃন্দ বলেন আজকের বাংলাদেশে শহীদ শেখ রাসেল শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্ত্বায় পরিণত হয়েছেন। নেতৃবৃন্দ বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ^বিদ্যালয় কুষ্টিয়া’র পক্ষ থেকে শেখ রাসেলের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। একই সাথে ১৫ই আগষ্টের কালো রাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা মুজিবসহ সকলের আত্মার শান্তি কামনা করেছেন।
Leave a Reply