January 6, 2025, 7:43 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা প্রশাসনের টাস্কর্ফোস শহরতলীর জগতি এলাকা থেকে মাসুম নামের এক মাদক ব্যবসায়ীকে তৃতীয়বারের মতো মাদকসহ আটক করে সাজা প্রদানে করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাুসমকে ৪০০ গ্রাম গাঁজা, বিএসটিআই অনুমোদনহীন রিচার্জ নামক ১০০মিলি উত্তেজনা বর্ধক ওষুধ এবং গাঁজা সেবনের সরঞ্জামাদি পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ ধারা উপধারা ১ এর ক্রমিক নং ২১ অনুসারে ১ বছর ৮ মাসের কারাদন্ড প্রদান করা হয়। টাস্কফোর্স সুত্র জানায় এর আগেও একই ধরনের অপরাধের দায়ে দুই দফায় দেড় মাস করে মোট তিন মাস কারা ভোগ করেছে এই মাসুম।
Leave a Reply