দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি শহরের তানাপাড়াতে। ওদিকে নতুন আক্রান্ত পাওয়া গেছে ৫ জন।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪ অক্টোবর ১৮০ টি নমুনা (কুষ্টিয়া ১৩৯, চুয়াডাঙ্গা ১৬, ঝিনাইদহ ১৬ ও মেহেরপুর ৯) পরীক্ষা হয়।
কুষ্টিয়ায় আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২ জন, খোকসা উপজেলার ২ জন ও কুমারখালী উপজেলার ১ জন।
অন্যদিকে চুয়াডাঙ্গা জেলার ৫ জন ও ঝিনাইদহ জেলার ২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ মঙ্গলবাড়িয়া ১ জন ও অগ্রণী ব্যাংক বড় বাজার ১ জন।
খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ বেতবাড়িয়া ১ জন ও মোড়াগাছা ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ সদরপুর নন্দলালপুর ১ জন।
# এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৩৬৭ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩১৩৩ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৭৪ জন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি