December 23, 2024, 12:46 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদদ/
দেশের মাঠ প্রশাসন তথা বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসন (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা অনুযায়ী ‘নিয়োগকারী কর্তৃপক্ষ’ নির্ধারণপূর্বক ক্ষমতা প্রদান করেছে সরকার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এই তিন অফিসে কর্মচারী নিয়োগে কর্তৃপক্ষ নির্ধারণ করে আদেশ জারি করেছে।
এতে বলা হয়, সরকার ‘বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০’ এর ২(গ) বিধি অনুযায়ী বিভাগীয় কমিশনারকে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে ও ‘জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০’ এর ২(গ) বিধি অনুযায়ী জেলা প্রশাসককে ‘নিয়োগকারী কর্তৃপক্ষ’ হিসেবে ক্ষমতা অর্পণ করলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
Leave a Reply