December 23, 2024, 12:28 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক নারী ধর্ষণের শিকার হবার বলে অভিযোগ এসেছে। ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। সোমবার (১২ অক্টোবর) রাতে উপজেলার ধর্মদহ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তকে আদালত কারাগারে প্রেরণ করেছে।
জানা যায়, দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম ধর্মদহে একটি বাড়ির আঙিনায় সোমবার রাতে পালা গান অনুষ্ঠিত হয়। সেই গান শুনে সেখান থেকে কয়েক বাড়ি দূরে নিজের বাড়ি ফিরছিলেন স্বামী পরিত্যক্তা এক নারী (৩২)। এসময় রুস্তম আলী নামের এক ব্যাক্তি নারীটিকে মুখ চেপে ধরে ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে নিয়ে যেয়ে ধর্ষণ করে। এ সময় পথ চলতি লোকজন নারী কণ্ঠের চিৎকার শুনতে পান। তারা এগিয়ে গেলে অভিযুক্ত ধর্ষক ওই বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়। টর্চলাইটের আলোয় পালানো ব্যক্তিকে চিনে ফেলেন তারা। পরে স্থানীয়দের সহায়তায় বাড়ি ফিরে ‘ধর্ষিত’ নারী তার পিতার কাছে ঘটনাটি খুলে বলেন। পরের দিন মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে ওই নারী বাদী হয়ে রুস্তম আলীর নামে ধর্ষণের অভিযোগ এনে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওই নারীর পিতা জানান, ওই রাতে তাৎক্ষণিকভাবে স্থানীয় তেকালা পুলিশ ক্যাম্পের আইসিকে মোবাইল ফোনে ঘটনাটি অবগত করা হয়।
ঐ ইউনিয়নের মহিলা মেম্বার আম্বিয়া খাতুন বলেন, সবার সামনে মেয়েটি ধর্ষণের বর্ণনা দেন। কিন্তু অভিযুক্ত রুস্তম আলী অভিযোগ অস্বীকার করেন।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকার জানান, মঙ্গলবার থানায় ধর্ষণের অভিযোগে মামলা হলে তাৎক্ষণিক অভিযুক্ত আসামি রুস্তম আলীকে গ্রেপ্তার করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে অভিযোগ স্বীকার করেননি। অভিযোগকারী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বেলা ১২টার দিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply