December 22, 2024, 3:31 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২০ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা ১২ অক্টোবর এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।
উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, ভেড়ামার উপজেলা নির্বাহী অফিসার সোহেল মার“ফ, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস, কুষ্টিয়া জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নরেন্দ্রনাথ সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডঃ জয়দেব বিশ্বাস, সহ-সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস প্রমুখ।
এ সময় নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তাইফুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না, আহমেদ সাদাত, র্যাব, আনসার, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিবৃন্দ উপ¯ি’ত ছিলেন। এছাড়াও জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি দুলাল দেবনাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক নিলয় কুমার সরকার, আইন সম্পাদক এ্যাডঃ শংকর কুমার মজুমদার, সহ-আইন সম্পাদক এ্যাডঃ শীলা বসু (এজিপি), প্রচার সম্পাদক সাংবাদিক সুজন কুমার কর্মকার সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপ¯ি’ত ছিলেন।
জেলা প্রশাসক পূজায় সরকারী সকল নির্দেশনার বিষয়ে সভায় অবহিত করেন এবং উদযাপনের প্রস্তুতির বিভিন্ন দিকগুলো সম্পর্কে নিয়ে আলোচনা করেন। শান্তিপূর্ণভাবে যাতে হিন্দু ধর্মাবলম্বরীরা তাদের তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয়ে আইন শৃঙাখলা বাহিনীসহ সবার সহয়োগীতা চান জেলা প্রশাসক।
Leave a Reply