December 23, 2024, 1:36 am
দৈনক কুষ্টিয়া প্রতিবেদক, মাগুরা/
মাগুরায় নদীতে ডুবিয়ে হত্যা করা শিশু মাহিদকে গতকাল উদ্ধার করা যায়নি। আজ (১১ অক্টোবর) সকাল থেকে নতুন করে সেখানে তল্লাশি শুরু হয়েয়ে। পুলিশ অনেকটা নিশ্চিত শত্রতা করেই শিশুটিকে হত্যা করা হয়েছে।
৭ অক্টোবর সকালে মাগুরার সদর উপজেলার বারাশিয়া গ্রামের মজিরুল মোল্যার শিশু ছেলে মাহিদ নিখোঁজ হয়। ওইদিনই শিশুটির বাবা সদর থানায় সাধারণ ডায়েরি করে।
আর এ ফোনের সূত্র ধরে পুলিশ তদন্ত চালিয়ে ওই গ্রাম থেকেই অষ্টম শ্রেণিতে পড়ুয়া রোহান নামে এক কিশোর ও তার বাবা ইমরান আলী আসলামকে পুলিশ আটক করে। পরে কিশোর রোহান পুলিশের কাছে স্বীকার করে, সে হনুমান দেখতে যাওয়ার কথা বলে মাহিদকে বাড়ির সামনে থেকে নিয়ে যায়। কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় বাড়ির পাশে নবগঙ্গা নদীর ঘাটে। সেখানে আগে থেকে ভিড়িয়ে রাখা একটি তালের ডোঙা নৌকায় বেঁধে শিশুটিকে পানিতে ডুবিয়ে দেয়া হয়। পুলিশের হাতে আটক রোহান নিখোঁজ শিশুটির প্রতিবেশী। কিছুদিন আগে রোহানের বাবাকে শিশু নাহিদের বাবা অপমান করায় তার প্রতিশোধ নিতে এমন ঘটনা ঘটিয়েছে বলে সে পুলিশকে জানিয়েছে। তবে তাদের মধ্যে কোনো শত্রুতা নেই বলে জানিয়েছেন নিখোঁজ নাহিদের চাচা নিরো মোল্যা।
Leave a Reply