December 22, 2024, 12:07 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার অকালপ্রয়াত তরুণ সংগঠক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী রাকিবুল হাসান রিকো-র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার (১১ অক্টোবর)। সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়া এই স্মরণসভার আয়োজন করে শহরের কাটাইখানা মোড়স্থ কুষ্টিয়া পাবলিক স্কুল প্রাঙ্গনে।
সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান, দৈনিক কুষ্টিয়া ও ডেইলী কুষ্টিয়া টাইমসের সম্পাদক-প্রকাশক লেখক গবেষক ড. আমানুর আমানের সভাপতিত্বে স্মরণ-সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও ইবি বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক মাহবুবুল আরফিন, বিশেষ অতিথি ছিলেন প্রয়াত রিকোর অগ্রজ জোটের সিনিয়র সংগঠক, নোঙর, কুষ্টিয়ার সদস্য-সচিব কবি ও সাংবাদিক শৈবাল আদিত্য, জোটের সিনিয়র সংগঠক কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি পরিবেশবিদ ও আলোকচিত্রী এস আই সোহেল এবং সিনিয়র সংগঠক মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও গীতিকার শাহাবুদ্দিন মিলন৷ ৷ প্রয়াত রিকোর সহকর্মীদের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন জোটের সংগঠক লিও কোরবান আলী।
স্মরণ-সভাটি সঞ্চালনা করেন জোটের সিনিয়র সংগঠক, ন্যাশনাল ডিবেট ফেডারেশন, বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান শামীম রানা।
বক্তারা তাদের আবেগ আপ্লুত স্মৃতিচারণে প্রয়াত তরুণ সংগঠক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী রাকিবুল হাসান (রিকো)-র জীবন ও কর্মের নানা উজ্জ্বলতর দিক তুলে ধরেন।
তারা বলেন, রিকোর মৃত্যুতে শুধু একজন সহযোদ্ধা সংগঠক বা সমাজসেবকের মৃত্যু হয়নি বরং কুষ্টিয়া তথা বাংলাদেশ হারিয়েছে এক অপার সম্ভাবনাকে৷ বক্তাবৃন্দ প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
স্মরণ-সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতী এ কে এম শরিফুল ইসলাম হেলালী৷
Leave a Reply