ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া/
চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারের দক্ষিণ এশিয়ার লোকসংগীতের অন্যতম বৃহৎ আসর ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’ হচ্ছে না।
সান ফাউন্ডেশনের আয়োজনে কয়েক বছর ধরে বনানী আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছে এই উৎসবটি। গত বছরও তিন দিনের এই উৎসব আয়োজন হয়।
এ বিষয়ে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুন্ডু বলেন ‘করোনার এ অবস্থায় উৎসব আয়োজন করা যায় না। তবে আমাদের প্রয়োজনীয় সকল অনুমতি নেওয়া হয়েছিল। উৎসব বাতিল করার কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু করোনার কারণে আমরা কোনও ঝুঁকি নিতে চাচ্ছি না। তাই শেষ পর্যন্ত এ বছর উৎসব আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
২০১৫ সাল থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ অনুষ্ঠিত হয়ে আসছে। এর আয়োজক হিসেবে আছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশন। প্রতিবারই এতে অংশ নিয়েছে দেশ বিদেশের লোক গানের খ্যাতিমান সব শিল্পী। আর এতে সামিল হয়ে উপভোগ করে থাকে প্রায় লক্ষাধিক দর্শক।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি