December 22, 2024, 7:05 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যশোরে বাসের মধ্যে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মনির হোসেন নামে এক পরিবহন শ্রমিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে যশোর শহরের মনিহার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার নারীর বাড়ি মাগুরার শালিখা এলাকায়।
পুলিশ জানিয়েছে, ওই নারী মাঝে মধ্যে যশোর থেকে রাজশাহী যাতায়াত করেন। এজন্য রাজশাহীগামী এমকে পরিবহনের বাস কান্ডাক্টর মনির হোসেনের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল।
বৃহস্পতিবার রাতে তিনি অন্য একটি পরিবহনে করে রাজশাহী থেকে যশোরে এসেছিলেন। ওই রাতে শালিখায় পৌঁছানো সম্ভব নয় বলে তিনি মনিরের সঙ্গে যোগাযোগ করেন।
মনির কৌশলে তাকে শহরের মনিহার এলাকার কোল্ডস্টোরের কাছে রাখা এমকে পরিবহনের বাসের মধ্যে নিয়ে যায়। এরপর বাসের মধ্যেই তাকে ধর্ষণ করে। পরে ওই নারী পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে মনিরকে আটক করে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
Leave a Reply